আজ ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে তিন অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে গড়ে উঠা তিনটি ইটভাটাকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এসময় ৩টি ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ডিসি অফিসের ছাড়পত্রের মেয়াদ না থাকা, পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র না থাকা সহ অন্যান্য কারনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন -২০১৩ অনুযায়ী ৫ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় এবং লাইন্সেস না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা আদায়ক্রমে তাদেরকে সতর্ক করা হয়।

বুধবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ও হাশিমপুর ইউনিয়নে এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। ।

জরিমানা দেওয়া তিন ইটভাটা হলো— কাঞ্চননগর জে.এম.সি ব্রিকস (মার্কা-J.M.C) এর মালিক নুরুল কাদেরকে ১ লক্ষ টাকা, কাঞ্চননগর মেসার্স রহিম ব্রিকস ম্যানুফ্যাকচারার্স (মার্কা-M.R.B) এর মালিক আবদুর রহিম বাদশাকে ২ লক্ষ টাকা ও হাশিমপুর মেসার্স আলী শাহ ব্রিকস কোং (মার্কা-A.B.N) এর মালিক মোঃ শহিদুল ইসলামকে ২লক্ষ টাকা সহ সর্বমোট ৫ লক্ষ টাকা।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় ৩টি অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মইনুদ্দীন ফয়সাল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর শুভ দাশ, চন্দনাইশ থানার এএসআই মনসুর, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর