চন্দনাইশ প্রতিনিধিঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কার্যালয় হতে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে গড়ে উঠা এক ইটভাটাকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় ইটভাটাটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র না থাকা ও অনুমোদনহীন ভাবে কার্যক্রম পরিচালনা করাসহ অন্যান্য কারণে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং লাইন্সেস না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা আদায়ক্রমে তাদের সতর্ক করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে চন্দনাইশ উপজেলারপূর্ব এলাহাবাদ এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
জরিমানা দেওয়া ইটভাটাটি হলো- পূর্ব এলাহাবাদ শাহ আলী রজা (রঃ) ব্রিকস (মার্কা-S.A.B) এর মালিক মোহাম্মদ মফিজ উদ্দিন চৌধুরী ও এম. হারুনুর রশীদ চৌধুরীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় ইটভাটাটি অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মইনুদ্দীন ফয়সাল, ডাটা এন্ট্রি অপারেটর কাজী মোঃ ইফতেখার উদ্দিন, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর শুভ দাশ, চন্দনাইশ থানার একদল পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
Leave a Reply