আজ ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চসিক মেয়র শাহাদাতও চান প্রতিমন্ত্রীর মর্যাদা

Spread the love

পূর্ব আলো ডেস্ক:

বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত বৃহত্তর চট্টগ্রামের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় রাখতে প্রতিমন্ত্রীর পদমর্যাদা চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১৯ মার্চ) দুপুরে নগরীর টাইগারপাসের চসিকের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসনবিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি নিজেই এ আগ্রহের কথা প্রকাশ করেন।

এসময় মেয়র ডা. শাহাদাত বলেন, প্রথমদিন থেকেই আমি নগর সরকারের বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলাম। এটার জন্য আমি মিনিস্ট্রি লেভেলেও গিয়েছি, তখনও আমি শপথ নেইনি। তখন প্রায়ই ২০ দিনের মতো আমি ঢাকা ছিলাম। মিনিস্ট্রিতে আমি কথাবার্তা বলেছি। এমনকি আমি প্রধান উপদেষ্টার অফিসেও গিয়েছিলাম। কিন্তু ওইদিন তার সঙ্গে আমার দেখা হয়নি। যারা প্রধান সচিব আছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে, সব হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার।

এছাড়া তোফায়েল আহমেদ সাহেবকে (স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান) সংস্কার করার জন্য যে দায়িত্ব দেয়া হয়েছে, সেখানে নগর সরকারের সুপারিশের বিষয়টি আছে। সুপারিশের পর হয়তোবা এটা কিছু হতে পারে। এর মধ্যে আমি করেছি কি, যেহেতু এটা হচ্ছে না, আমি আমার প্রতিমন্ত্রীর স্ট্যাটাসটা চেয়েছিলাম, যে আমাকে প্রতিমন্ত্রীর স্ট্যাটাসটি দেন, যেটা আগে ছিল। তাহলে আমি সেবাপ্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করতে পারব।

তিনি আরো বলেন, আল্টিমেটলি আমাকে যদি স্ট্যাটাস না দেওয়া হয়, তাহলে আমি যদি কোনো আদেশ করি সেটা তারা নাও শুনতে পারে। ওই সেন্স থেকে আমি সেটা বলেছি। এখন পর্যন্ত সেটা আমাকে দেওয়া হয়নি। তারপরও আমি কৃতজ্ঞ আমার ডাকে সবাই সাড়া দিয়েছে। তারা সাড়া না দিলেও পারত। কিন্তু চট্টগ্রামের স্বার্থে বন্দর কর্তৃপক্ষ, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসাসহ সমস্ত সেবাপ্রদানকারী সংস্থা আমার ডাকে সাড়া দিয়েছে।

জানা গেছে, চসিকের ইতিহাসে সর্বপ্রথম ১৯৮৯ সালে প্রথম মেয়র হিসেবে প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছিলেন জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী। এরপর ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মেয়র ছিলেন বিএনপির মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনিও প্রতিমন্ত্রীর মর্যাদা পান। ১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিন দফায় মেয়রের দায়িত্ব পালনকালে প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী একবার প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন।

এরপর ২০১০ সালের জুলাই থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপির মোহাম্মদ মনজুর আলম এবং ২০১৫ সালের আগস্ট থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দীন মেয়র পদে দায়িত্ব পালন করেন। তিনিও ওই সময়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদা চেয়েছিলেন। কিন্তু তাদের কাউকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়নি।

সর্বশেষ ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়া রেজাউল করিম চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালতের রায়ে ২০২১ সালের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে চসিক মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। ওই বছরের ৫ নভেম্বর থেকে তিনি চসিক মেয়র হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর