আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ বৈলতলী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ (মঙ্গলবার) পাক পাঞ্জাতন তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা। গাউছিয়া কমিটি বাংলাদেশ বৈলতলী ইউনিয়ন শাখার সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মওলানা আব্দুল আলীম রেজবী, মুহাম্মদ নুরুল্লাহ, নুরুল আমিন, নুরুল আলম, মোহাম্মদ আলী কোম্পানি, ডা. আবদুল আউয়াল, আবদুল শুক্কুর, মওলানা দেলোয়ার হোসেন, মওলানা সৈয়দ নুর মিজানুর রহমান মোজাম্মেল হক, মোরশেদ, মিজানুর রহমান, নাইম ভূইয়া, নাইম উদ্দিন, মুহাম্মদ নাইম, এনামুল হক, হাফেজ এমরান, মুহাম্মদ রিয়াদ, আবির, মাসুম, শাহেদুল ইসলাম, রায়হান, সাইমন, মিরাজ, হাসানসহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply