চন্দনাইশ প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কাঁচাবাজার ও বিভিন্ন মার্কেটে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রিগ্যান শীল, চন্দনাইশ থানা দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশের সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, আশরাফ আলীকে ৫ হাজার টাকা, মোঃ বেলালকে ১০ হাজার টাকা, এনামুল হক চৌধুরীকে ২ হাজার, মোঃ ইউনুসকে ২ হাজার টাকা, মোঃ জুনাইদকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply