আজ ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Spread the love

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মার্চ (সোমবার) উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলা বিএনপি’র সদস্য ও সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. জারুল্লাহ’র সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মো. মহিউদ্দীন ও উপজেলা যুবদল নেতা আজিজুর রহমান (আজিজ)’র যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মাওলানা মোজাহের কাদের। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মমতাজ মিয়া, মো. ইব্রাহিম, শাহারিয়ার হোসেন ইমরান, আবু ছিদ্দিক, কাসেম, যুবদল নেতা মোক্তার, আবছার, প্রবাসী যুবদল নেতা নাজিম, কৃষক দলের নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা মাহবুবুল  আলম, সোহেল প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ কিয়াম দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর