বিনোদন ডেস্ক:
হঠাৎ করেই পপির পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে এসেছে। বাবার ছয় কাঠা জমি দখলের চেষ্টার অভিযোগে পপির নামে গত ৩ ফেব্রুয়ারি থানায় জিডি করেন তাঁর ছোট বোন ফিরোজা পারভিন। এরপর পপিও একই থানায় মা, ভাই ও বোনের নামে জিডি করেন। এরপর এক মাস পেরিয়েছে।
জিডির সর্বশেষ অবস্থা জানতে চাইলে পপি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আমার করা জিডি তদন্তাধীন। আইনিভাবেই লড়াই করব। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। অন্যায়ভাবে আমার জমি দখলে রেখেছে তারা। মামলা করবই। ছয় কাঠা জমির দলিল আমার নামে। সামনের অংশের জমিতে ভাগ পাব। কিন্তু সবকিছু মা-বোনেরা দখলে রেখেছে। সামনে যে ঘর তুলেছিলাম, তা থেকে প্রায় ৬০ হাজার টাকা ভাড়া আসে। সব তারাই নেয়। এ অন্যায় আর সহ্য করতে পারছি না। তাই হার্ডলাইনে যেতে হচ্ছে আমাকে। তাদের নামে মামলা করব।’
Leave a Reply