গত ১০ মার্চ সোমবার হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তক্রমে ওয়ার্ড ভিত্তিক দোয়া ও ইফতার মাহফিল উদযাপনের নিমিত্তে নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক সভাপতি মাষ্টার মুহাম্মদ মুসা,সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিক উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস বাহার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইদ্রিস, ২নং ওয়ার্ডের সভাপতি আবদুর রহিম সওদাগর ও সাধারণ সম্পাদক আজিজুল হক, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,৪নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন কোম্পানি, ৫নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ করিম, ৬নং ওয়ার্ডের সভাপতি আবদুল হালিম ও সাধারণ সম্পাদক সঞ্জয় ত্রিপুরা, ৭নং ওয়ার্ডের সভাপতি জসিম চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সওদাগর, ৮নং ওয়ার্ডের সভাপতি হাজী বদিউল আলম ও সাধারণ সম্পাদক সামশুল আলম চৌধুরী , ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহেদ উল্যাহ ও সাধারণ সম্পাদক রমজান আলী, হারুয়ালছড়ি যু্বদলের আহ্বায়ক আবদুর রহিম ও সদস্য সচিব হাবিবুর রহমান লোকমান,ছাত্রদলের সভাপতি রিফাত চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব নুর মোহাম্মদ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, হারুয়ালছড়ি জাসাসেরআহ্বায়ক জমির উদ্দিন ও সদস্য সচিব মুহাম্মদ আলী আকবর। সভায় সর্বসম্মতিক্রমে নয়টি ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিলের শিডিউল নির্ধারণ করা হয়।
Leave a Reply