মো. নুরুল আলম, চন্দনাইশঃ
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানা পুলিশের সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, নূরজাহান হোটেলকে ৫ হাজার টাকা,হাজী আলী আহম্মদ ফুডস আ্যন্ড শপসকে ৫ হাজার টাকা, আবদুল মান্নানকে ২ হাজার টাকা, কামাল উদ্দিন ২ হাজার টাকা ও আবদুস সালামকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply