আজ ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আসহাব সিরাজ পলিটেকনিক ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষ্যে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট (এএসপিআই) কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান – অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়।

আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ রাজিব। উদ্বোধক ছিলেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক আলহাজ্ব সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের বিটিইবি মনোনীত শিক্ষানুরাগী সদস্য মনসুর-উল-আলম চৌধুরী, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক নাফিস ইসলাম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: আবদুল বাতেন প্রমুখ।

আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আহমদ হোছাইন আল-কাদেরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, প্রকৌশলী আবছার উদ্দিন, দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কাজী আব্দুল মোমেন লাভলু, গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক মো. রাকিব হোসাইন, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব এসিস্ট্যান্ট মৃনাল বড়ুয়া, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর ইরফান উদ্দিন, ইন্সট্রাক্টর প্রান্ত পুরোহিত, ইন্সট্রাক্টর ফারিয়া আরফিন, ইন্সট্রাক্টর ইভানা আরফিন, ইন্সট্রাক্টর রাশেদা পারভীন তানিয়া, ইন্সট্রাক্টর সানজিদা ইয়াছমিন কাঁকন, ইন্সট্রাক্টর নুসরাত জাহান খানম আইরিন, সমাজসেবক মমতাজ সহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর