আজ ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ আইডিয়াল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ আইডিয়াল স্কুলে A+ প্রাপ্ত ও বার্ষিক ক্রীড়া ও সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ আইডিয়াল স্কুল কার্যকরী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ, উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, চন্দনাইশ আইডিয়াল স্কুলের পরিচালক ইরফান লিটন, পরিচালক জামাল উদ্দিন আবছার, পরিচালক আবু তালেক, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, প্রাক্তন শিক্ষক সোহানুর রহমান টিপু, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ সেলিম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ছৈয়দ মোঃ মঈনুউদ্দিন বাবর।

চন্দনাইশ আইডিয়াল স্কুলের শিক্ষক মোঃ রকিব হোসেনের সঞ্চালনায় চন্দনাইশ আইডিয়াল স্কুলের শিক্ষক যথাক্রমে প্রদীপ কুমার নাথ, বিবি হাজেরা, জেসমিন আকতার, মোহাং আরাফাত উদ্দীন জনি, সাফিয়া খাতুন, খুকি আকতার, কানিজ পারভীন, মোহাং হাবিবুর রহমান, রওশন আরাসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিশুদের ভীতি প্রদর্শন নয়, আদর স্নেহের মাধ্যমে তাদের মন জয় করে পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবককে সমান দায়িত্ব পালন করতে হবে।

সুশিক্ষা নিশ্চিতকরণপূর্বক শিক্ষার মানোন্নয়নের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন বক্তারা। শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর