আজ ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম

Spread the love

অনলাইন ডেস্ক: ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারী ৪ দিনব্যাপী আয়োজিত হয় রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার। চট্টগ্রামের পাচঁ তারকা হোটেল রেডিসন এ গত ১৩ ফেব্রুয়ারী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার শুরু হয়।

ফেয়ারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম ফেয়ার ২০২৫ পরিদর্শনে আসেন। এ সময় রিহ্যাব এর পক্ষ থেকে সিডিএ এর চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

এ সময় তিনি উপস্থিত ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্যদের সঙ্গে ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের স্টল গিয়ে বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। ফেয়ার পরিদর্শন করে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং চট্টগ্রাম শহরে পরিবেশ বান্ধব, দৃষ্টিনন্দন ভবন ণির্মানের জন্য রিহ্যাব নেতৃবৃন্দ ও এর সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নকশা অনুমোদনের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ভূমি ব্যবহারের ছাড়পত্র ও নকশা অনুমোদনের বিষয়ে সিডিএ’র পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর