আজ ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে খাঁনহাট বাজারে একরাতে ২ দোকানে টিনের চাল কেটে দুর্ধর্ষ চুরি

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট বাজারে টিনের চাল কেটে খাঁনহাট ট্রেডার্স ও দরজার পাশে আয়নার গ্লাস খোলে লেডিস বিউটি পার্লারে একরাতে দুইটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানগুলো থেকে প্রায় নগদ টাকা ও মালামাল লুট করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতের কোনো একসময় চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট বাজারে সিরাজুল ইসলাম মার্কেটে এ ঘটনা ঘটে। এক ব্যবসায়ীর দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল এবং আরেক ব্যবসায়ীর দোকানের দরজার পাশে আয়নার গ্লাস খোলে লেডিস বিউটি পার্লারে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। সিসি ক্যামেরার আওতায় থাকায় ঘটনার দৃশ্য দেখা গেলেও মুখে মুখোশ পড়া অবস্থায় চোরচক্রকে এখনো শনাক্ত করা যায়নি। এই চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

চুরি হওয়া দোকানগুলো হলো— খাঁনহাট ট্রেডার্স এবং লেডিস বিউটি পার্লার ট্রেনিং সেন্টার।

স্থানীয় সূত্র জানায়, ওই বাজারের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত দোকানঘরে গত প্রায় এক মাসে চারটি দোকানে ধারাবাহিক চুরির ঘটনা ঘটে। দোকানগুলো হচ্ছে- চায়ের দোকান আড্ডা ঝাল বিতান, ওয়াসিমের পানের দোকান, আশিকের চায়ের দোকান ও বখতিয়ারের পানের দোকানে বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে খাঁনহাট ট্রেডার্সের ম্যানেজার মোঃ এরফানুল হক জানান, তিনি আজ মঙ্গলবার সকালে দোকান খুলে দেখেন টিনের চালের ওপর দিয়ে ঘরে আলো প্রবেশ করছে। পরে সন্ধান করে দেখেন, টিনের চাল খোলা। পরে দেখা যায়, দোকানে ড্রয়ারে রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও যাবতীয় সেনিটারী, হার্ডওয়্যার ও পেইন্টস এর বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে লেডিস বিউটি পার্লার ট্রেনিং সেন্টারের মালিক নিগার সুলতানা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে চোরের দল দরজার পাশে আয়নার গ্লাস খোলে দোকানে প্রবেশ করে। নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু ছৈয়দ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জন্য থানা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য (মেম্বার) নজরুল ইসলাম আবদুল জানান, চুরির সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ রইলো।

ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই নয়ন চন্দ্র আচার্য্য চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। চন্দনাইশ থানার ওসি (তদন্ত ) যুযুৎসু যশ চাকমা জানান, “ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর