চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর হাসিমপুর ছৈয়দাবাদ (আলী আহাম্মদের বাড়ী) এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ১হাজার ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮০ হাজার ৯শত ২০ টাকাসহ কুখ্যাত একাধিক মাদক মামলার আসামি মাদক কারবারি মোঃ আব্দুর রহমান (৫৩) ইয়াবাকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে – বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর হাসিমপুর ছৈয়দাবাদ (আলী আহাম্মদের বাড়ী) এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে কুখ্যাত একাধিক মাদক মামলার আসামি মাদক কারবারি মোঃ আব্দুর রহমান এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে পরিচালিত অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ কুখ্যাত মাদকদ্রব্য কারবারি মোঃ আব্দুর রহমানকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আব্দুর রহমান উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর হাসিমপুর ছৈয়দাবাদ (আলী আহাম্মদের বাড়ী) মৃত হাজী আল আহাম্মদের ছেলে।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, মাদককারবারি আব্দুর রহমানকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা রুজু শেষে আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ, তাঁর বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
Leave a Reply