আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চিরনিদ্রায় শায়িত চন্দনাইশের প্রবীণ মুরব্বী আলহাজ্ব মোঃ আবু ছৈয়দ, জানাজায় হাজারো মানুষ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশের বাদশার পাড়া হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাফর আলী সিআইপি ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি এবং চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. শাহজাহান এর শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব মুহাম্মদ আবু ছৈয়দ (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি উপজেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া বাদশার পাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামস্থ মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাযার নামাজ শনিবার রাত সাড়ে ৯টায় জামাল খান সলিমা সিরাজ মহিলা মাদ্রাসা সংলগ্ন বাসভবনে আর দ্বিতীয় জানাযার নামাজ রবিবার বাদে আছর বাদশার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানাজায় বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর