আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রেলওয়ের মহাব্যবস্থাপকে দোহাজারী কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের স্মারকলিপি

Spread the love

অনলাইন ডেস্ক:

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ও চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও স্মারকলিপি প্রদান করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, মোহাম্মদ লিয়াকত আনী (সদস্য) সাইফুল ইসলাম প্রমুখ।

কক্সবাজার রুটে পাঁচলাইশ, চান্দগাঁও সহ দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন কর্মজীবী, পেশাজীবী, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বল্প খরচে ট্রেনে যাতায়াত করে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সীমাহীন বাসভাড়া বৃদ্ধির ফলে মাধারণ মানুষের শহরে আসা যাওয়া করতে না পারায় অনেকেই মানবেতর জীবন যাপন করেন, যাত্রী সাধারণের দুর্ভোগ থেকে রক্ষা পেতে কক্সবাজার হতে চট্টগ্রাম অভিমুখী এবং চট্টগ্রাম হতে কক্সবাজার অভিমুখী একজোড়া ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের বিভিন্ন দপ্তরে যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ হতে স্মারকলিপি প্রদান হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর