আজ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এপেক্স বাংলাদেশ জেলা-৩-এর বোর্ড মিটিং অনুষ্ঠিত

Spread the love

চট্টগ্রাম নগরীর একটি সুনামধন্য রেস্টুরেন্টে শনিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৩-এর বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিংয়ে জেলা-৩-এর আওতাধীন বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টসহ এপেক্সিয়ানরা অংশগ্রহণ করে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

জেলা-৩-এর গভর্নর এপে: সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি এপে: মুহাম্মদ আরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান এস. কে. দত্ত অনুপ। বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে: মোঃ লিয়াকত আলীও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মিটিংয়ে পটিয়া ক্লাব প্রেসিডেন্ট এপে: আলমগীর আলম, লামা ক্লাব প্রেসিডেন্ট এপে: তৈয়ব আলী, বান্দরবন নীলাচল ক্লাব প্রেসিডেন্ট এপে: বিশ্বনাথ তনচঙ্গা, কাপ্তাই ক্লাব প্রেসিডেন্ট এপে: রনজিত বড়ুয়া এবং অন্যান্য সেক্রেটারি ও ডিএনইবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ জেলা-৩-এর নিয়ম অনুযায়ী সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া, অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে বিভিন্ন কমিটি গঠন, জেলা স্কুলিং আয়োজন, ঈদ পুনর্মিলনী, বনভোজন, রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন, ডিস্ট্রিক্ট বোর্ড সদস্য ও প্রধান উপদেষ্টা অনুমোদনসহ নানাবিধ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্ব সম্মতিক্রমে সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক ও জেলা-৩-এর সাবেক গভর্নর এপে: মোঃ নুরুল আমিন চৌধুরী আরমানকে প্রধান উপদেষ্টা ও ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মোঃ লিয়াকত আলীকে প্রধান সমন্বয়ক হিসেবে অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ন্যাশনাল প্রেসিডেন্ট এপে: এডভোকেট মনিরুল ইসলাম পান্না কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী ক্লাব প্রেসিডেন্টদের হাতে তুলে দেওয়া হয়।

এপেক্স বাংলাদেশ জেলা-৩-এর এ মিটিং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর