আজ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুয়াবিলে রাতের আঁধারে বসতঘরে প্রতিপক্ষের হামলা,মালামাল লুট

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সুয়াবিল জায়গা জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ৭ ফ্রেরুয়ারী গভীর রাতে ভূজপুর থানাধীন বারমাসিয়া নোয়াপাড়া এলাকার হামলার ঘটনা ঘটে।

আনোয়ারা সুলতানা পাখি বলেন, দীর্ঘদিন ধরে জেবল হোসেন গংদের সাথে আমাদের পাওয়া জমি দখলের চেষ্টা করে। পরে আদালতে মামলা চলমান রয়েছে।

শুক্রবার রাতের আঁধারে স্থানীয় যুবদল নেতার নেতৃৃত্বে ১০-১৫ জন লোক দরজা ভেঙে আমাদের ঘরে প্রবেশ করে। ঘরের মধ্যে থাকা বসতঘর ভাঙচুর করে এবং নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুটে করে নেয় যায়। পরে ডাক-চিৎকার শুনে স্থানীয়রা বের হলে পালিয়ে যায়। পরে ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পাখি বলেন, জমি নিয়ে বিরোধটি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতে একবার আমরা রায় পেয়েছি ও চূড়ান্ত রায় পেয়েছি। তবুও আমাদের জমি ভোগদখলে দিচ্ছে না। উল্টো আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে নিয়েছেন তারা। একাধিকবার স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়েছে। কিন্তু কোনো রায়ই তারা মানে না।

বিবাদী আলী আহমদ টুনু বলেন, তাদের ওপর কে বা কারা হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই। আমাদের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করছে তারা। উল্টো আমাদের জমি তারা দখল দিয়ে রাখছে।

ভূজপুর থানার এসআই জালাল বলেন, দু’পক্ষই জমি নিজের বলে দাবি করেন। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর