আজ ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় কানু শাহ্ (রহঃ) ওরশ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল আজ

Spread the love

আনোয়ারা প্রতিনিধি:

আঠারো শতকের মহাকবি ৩৬ বছর বনবাসী সাধক আল্লামা হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)এর বার্ষিক ওরশ ও মুরুব্বিদের ইসালে সাওয়াব উপলক্ষে আজ মঙ্গলবার ১২তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)মাহফিল চন্দনাইশ রাউলিবাগ বরমা নাজিম সওদাগরের বাড়িতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এতে কর্মসূচির মধ্যে রয়েছে কোরানখানি, মিলাদ মাহফিল, জিকির আযকার ও ফাতেহা। বিশেষ মোনাজাত পরিচালনা করবেন ওষখাইন দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী। এতে দেশ বরন্য বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।দরবারের সকল আশেক ভক্ত মুরিদানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর