আজ ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠিত

Spread the love

ছাতক প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ) ছাতক উপজেলা কমিটি অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) বিকালে উপজেলার শহরের তাহির প্লাজার অভিজাত রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মালেশিয়া প্রবাসী সমাজসেবক আব্দুল আউয়াল,চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী সফিক আহমদ, নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা রেজ্জাদ আহমদ সহ প্রমূখ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর কর্তৃক ২০ জানুয়ারী ২০২৫ ইং তারিখে এ ফোরামে অনুমোদন দেন।

অনুমোদনকৃত ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি দায়িত্বশীলরা হলেন, সভাপতি মুশাহিদ আলী, সিনিয়র সহ সভাপতি সুলতান চৌধুরী, সহ-সভাপতি অজিত কুমার দাস ও আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, আক্তার হুসেন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম,কোষাধ্যক্ষ জুনেদ আহমদ রুনু, দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম মিছবাহ, প্রচার সম্পাদক রুবেল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপলু মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, নির্বাহী সদস্য খালেদ আহমদ, সদস্য রুমেল আহমদ ও শামিম আহমদ তালুকদার।

কুরআন তেলাওয়াত ও মোনাজাত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম ফারুক আহমদ নুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর