আজ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে হত্যা মামলা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলা ১জন ও মাদক মামলার ১জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও নিয়মিত মামলার ১জনসহ ৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা পৃথক অভিযান পরিচালনা করো তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড দিঘীর পাড় এলাকার মৃত নজির আহাম্মদের ছেলে রফিক মিয়া (৫০) ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব চন্দনাইশ, চৌধুরী পাড়া এলাকার মৃত আমির আহামদের ছেলে মো:ওয়াসিম (৩৮) এবং নিয়মিত মামলার এজারনামীয় আসামি উপজেলার বৈলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ বৈলতলী মৌলানা আজিজুর রহমানের বাড়ী (নেয়ামত আলী মাঝির বাড়ী) এলাকার আবদুল মোনাফের ছেলে রিয়াদ হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি (ভারপ্রাপ্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর