নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন রাজার পুকুর পাড় এলাকায় গত ১৯ জানুয়ারি দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে ৪০, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও পিকনিকের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিল ড্রীম সেভেন।
ড্রীম সেভেনের আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। ড্রীম সেভেনের সার্বিক সহযোগিতায় এই মিলন মেলার আয়োজনের মধ্যে ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, প্রতীভোজ ও কাওয়ালী গান। আগামীতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানান ড্রীম সেভেনের নেতৃবৃন্দ।
Leave a Reply