প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
চন্দনাইশে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রশাসনের নিরবতার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে ভূমিদস্যু ও সন্ত্রাসী দ্বারা ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা হওয়ার পরেও আসামীরা প্রকাশ্যে হুমকি ও জায়গা দখলে প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
২০ জানুয়ারি সকালে উপজেলার দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী রাখাল দাসের ছেলে কাজল দাস লিখিত বক্তব্যে বলেন, দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডের ভূমিদস্যু সঞ্জিত দাশ, ধন দাশ, তাপস এবং সন্ত্রাসী ফেরদৌসের নেতৃত্বে গত ৫ জানুয়ারি তাদের ৪৫বছর পূর্বের বসতবাড়ি ভেঙে লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমার মাটির গুদাম ঘর, টিনের রান্না ঘর, বাড়ির সকল আসবাবপত্র, বৈদ্যুতিক মিটার সম্পূর্ণভাবে ভাংচুর করে আনুমানিক ৩লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এছাড়াও বসত ঘরের টিনের চাল, বাড়িতে থাকা ২টি অটো রিক্সা যার মূল্য ২লক্ষ টাকা, ২টি অটোরিকশার ট্যাংকার অনুমান মূল্য ৭হাজার টাকা, কৃষি কাজে ব্যবহারিত পাম মেশিন যার অনুমান মূল্য ৩০হাজার টাকা সর্বমোট ২লক্ষ ৩৭হাজার টাকার মালামাল জোরপূর্বক লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা হওয়ার পরেও আসামীরা প্রকাশ্যে জায়গা দখলে নিতে সীমানা প্রাচীরের কাজ সহ মিথ্যা মামলার হুমকি প্রদান করে যাচ্ছে। ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য রাখাল দাশ, মিনু দাশ, রুমা দাশ, বিপু দাশ, বাবু দাশ সহ চন্দনাইশে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ