আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন: রাষ্ট্রদূত

Spread the love

অনলাইন ডেস্ক

ঢাকায় নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন তিস্তা প্রকল্প নি‌য়ে কাজ করে যাচ্ছে চীন। এটার সমাধান হ‌বে ব‌লে আমি ম‌নে ক‌রি। রোববার (১৯ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন চী‌নের রাষ্ট্রদূত।

চীনা রাষ্ট্রদূত বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতেও দুই দে‌শের সম্পর্কে কোনো চিড় ধরবে না, বরং এ সম্পর্ক আরও গভীর হবে।

রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপ‌দেষ্টার চীন সফর গুরত্বপূর্ণ। চীন সবসময় বাংলাদেশে বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে। চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভ‌বিষ‌্যতে এ সম্পর্ক আরও গভীর হবে।

তিস্তা বহুমুখী প্রকল্প নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে ইয়াও ও‌য়েন ব‌লেন, বাংলাদেশ পক্ষ থেকে যেসব চুক্তির প্রস্তাব দেওয়া হ‌য়ে‌ছে সেগুলোর ব্যত্যয় ঘটবে না। তিস্তা প্রকল্প নি‌য়ে কাজ করে যাচ্ছে চীন। এটার সমাধান হ‌বে ব‌লে আমি ম‌নে ক‌রি।

জুলাই-আগ‌স্টের গণঅভ‌্যুথ্থা‌নে আহত‌দের সহ‌যো‌গিতার বিষ‌য়ে রাষ্ট্রদূত ব‌লেন, বাংলাদেশ চাইলে চি‌কিৎসা সরঞ্জাম দি‌তে রা‌জি চীন। বাংলাদেশের মানুষকে সার্বিক সহযোগিতায় করতে চায় চীন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীনে বাংলাদেশী পণ্যের ১শ’ টি শুল্কমুক্ত কোটামুক্ত বাজার প্রবেশের প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই বাজার সুবিধা ২০২৯ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।

জবাবে রাষ্ট্রদূত বলেন, আমের পাশাপাশি এ বছর বাংলাদেশি পেয়ারা ও কাঁঠালও চীনের বাজারে প্রবেশ করবে।

এ প্রসঙ্গে উপদেষ্টা বাংলাদেশে ফল মজুত ও সংরক্ষণ ক্ষমতার উন্নয়নে চীনা উচ্চ প্রযুক্তির শক্তি সাশ্রয়ী সহায়তা চান। উপদেষ্টা বিভিন্ন বিভাগে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।

উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়ানোর উদ্যোগের আওতায় যাত্রীদের জন্য আরও রেলওয়ে কোচ যুক্ত করার জন্য চীনের সহায়তা কামনা করেন।

স্বাস্থ্যখাতে সহযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ রেলওয়ে খাতে স্থাপনার জন্য জমি ও অন্যান্য সরবরাহ দিতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশি নাগরিকরা কুনমিংয়ে গিয়ে উন্নত চিকিৎসা যেন নিতে পারে, সে বিষয়ে সহায়তা চান তিনি।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে চীন সবকিছুই করবে।

রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে আরও জানান, আসন্ন সফরের সময় চীনা পক্ষ বাংলাদেশের সাথে জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য বিনিময়ের বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে প্রস্তুত, যা বাংলাদেশের পক্ষ থেকে আগেই পাঠানো হয়েছিল।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন উদ্যোগের সাথে জড়িত থাকার জন্য চীনকে ধন্যবাদ জানান।

তিনি আরও আশা প্রকাশ করেন, আহত শিক্ষার্থীরা দ্রুত চীনে তাদের চিকিৎসা পাবেন।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা সোমবার (২০ জানুয়ারি) চীন সফর যাচ্ছেন। এই সফর সামনে রেখে চীনা রাষ্ট্রদূত বৈঠক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর