মো. নুরুল আলম, চন্দনাইশঃ
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট (এএসপিআই) এর ২০২৪ – ২০২৫ সেশনের ওরিয়েন্টেশন ক্লাস, জাতীয় শিক্ষক দিবস এবং অভিভাবক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর আনিসুর রহমান।
আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব এসিস্ট্যান্ট মৃনাল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফারিয়া আরফিন,রাশেদা পারভীন তানিয়া, সানজিদা ইয়াসমিন কাকন, নুসরাত জাহান, ইভেন আরফিন, প্রান্ত পুরোহিত, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নোমান রিজভী, ফেরদৌস বেগমসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর ইরফান উদ্দিন।
নবীন শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছে, একই প্রত্যয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
আজকের নবীন শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
Leave a Reply