মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারে অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদেরকে সতর্ক করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর উপজেলার রওশনহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।