আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ বরকল ইউনিয়ন শাখা

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বরকল ইউনিয়ন পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল ইউনিয়ন শাখার সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাত হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল ইউনিয়ন শাখার সেক্রেটারি শামীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- জামায়াত নেতা যথাক্রমে আব্দুল মান্নান, মাস্টার মাহফুজুল ইসলাম, জয়নাল আবেদীন, জিল্লুর রহিম, রেজাউল হুদা, এডভোকেট করুক উদ্দিন, জসিম উদ্দিন, সাইফুল্লাহ, মামুন উদ্দিন, শহিদ, নাঈম, শ্রমিক নেতা তৌকির আহমেদ, আকরাম উদ্দিন, ছাত্রনেতা মাহমুদুল হাসান তোহা, সায়েম, হাফেজ হামেদ প্রমূখ। অনুষ্ঠানে ১৫০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর