মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চন্দনাইশ উপজেলার ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উফশী জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ (Synchronize Cultivation) এর ব্লক প্রদর্শনীর চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের গাছবাড়ীয়া ব্লকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কৃষি প্রকৌশলী আমজাদ হোসেন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইশতিয়াক আহমেদ আরিফ।বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার নির্মলেন্দু ধর, উপসহকারী কৃষি অফিসার রুপায়ন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহবান জানান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন জানান, আধুনিক কৃষির চ্যালেঞ্জ ও পরিচিতি হিসেবে গাছবাড়িয়া ব্লকের ৬০ জন কৃষকের সমন্বয়ে ব্লক প্রদর্শনীর ৫০ একর জমিতে সমলয় কার্যক্রম শুরু করে ট্রেতে চারা তৈরি করা হয়েছে। বর্তমানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ করা হবে, সমন্বিতভাবে পরিচর্যা এবং পরবর্তীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করা হবে। এতে টাকা এবং সময় অনেকটা সাশ্রয় হবে।
উল্লখ্য, চন্দনাইশে রাইচ ট্রান্সপ্ল্যানটার মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন হাসিমপুর এলাকার কৃষকদের ৩০ একর জমিতে বাংলামার্ক লিমিটেড সহকর্মীদের আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষিতে আধুনিকতার ছোঁয়া ।
Leave a Reply