মো. নুরুল আলম, চন্দনাইশ:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই চালকসহ আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন বলে জানা যায়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর সকাল সাড়ে ৫টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দোয়েল এক্সপ্রেস স্লিপার এসিবাস ( নম্বর- ঢাকা মেট্রো ব - ১২-১৯৮৮) ঘটনাস্থলে পৌঁছালে কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাস (নম্বর- ঢাকা মেট্রো ব - ১৪-২১৩১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দোয়েল এক্সপ্রেসের চালক সুমন ও হানিফ বাসের চালক জসিম গুরুতর আহত হন। স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাছবাড়িয়া এলাকায় ভোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়ি ড্রাইভার আহত হয় বলে জানা যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।