বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রোয়াংছড়ি উপজেলার দূর্গম ফাক্ষ্যং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মো.নুরুল আমিন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের জেলা গভর্নর ইলেক্ট এপে. সৈয়দ মিয়া হাসান, পিডিজি-৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি নিনি প্রু, নিকট অতীত সভাপতি মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব সাঙ্গুর অতীত সভাপতি প্রু কান্তি তঞ্চঙ্গ্যা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সিনিয়র সহ সভাপতি এপে, ইন্জিনিয়ার রুই প্রু অং মারমা, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোটন কান্তি দাশ।
প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, এপেক্স ক্লাব বান্দরবান সব সময় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরণের কাজ অব্যাহত থাকবে। রিমোর্ট এলাকায় এই ধরণের একটা স্কুলকে সেবামূলক কাজের জন্য নির্ধারণ করায় এপেক্স ক্লাব অব বান্দরবানকে ধন্যবাদ জানান। আগামিতেও এই ধরণের কাজে ফাক্ষ্যং পাড়া স্কুলের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। জেলা গভর্নর (ইলেক) সৈয়দ মিয়া হাসান বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এপেক্সিয়ানরা আর্ত-সামাজিক উন্নয়ন এবং দরিদ্র ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছেন। এপেক্স ক্লাবগুলো বিভিন্ন কার্যক্রমের মধ্যে শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন ছোট ছোট শিশু শিক্ষার্থীরা। ভবিষ্যতেও বান্দরবান ক্লাবের পক্ষ থেকে পার্বত্য জেলার উন্নয়নে সর্বদা কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।