আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে কৃষি জমির মাটি কাটায় ৩জনের ১মাসের কারাদণ্ড

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া বহরম পাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা অভিযান পরিচালনা করেন।

এ সময় মাটিভর্তি একটি মিনি ট্রাক হাতেনাতে ধরার পর চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের উত্তর জাফরাবাদ এলাকার মোঃ আশরাফের ছেলে মোঃ জোবায়ের (২৮), চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মরহুম শামসুল ইসলামের ছেলে নুরুল করিম (২৭) ও সাতকানিয়া উপজেলার ছিদ্দিক আহমদের ছেলে হাবিবুর রহমান (২৫) দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, কৃষি জমির টপ সয়েল কাটা নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। এবার জেল ও গাড়ি জব্দ করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর ব্যাবস্থা নেয়া হবে। মোবাইল কোর্টে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা – কর্মচারী, আনসার ও চন্দনাইশ থানার একদল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর