নিজস্ব প্রতিবেদক
এপেক্স ক্লাব প্রতিনিয়ত জনসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় রবিবার(১২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের বহদ্দারহাটে এপেক্স ক্লাব বান্দরবান- চিটাগং-চিটাগং সেন্ট্রাল ও পতেঙ্গার উদ্যোগে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে এপেক্স ক্লাব অব চিটাগং এর অতীত সভাপতি মো: রুবেল হোসাইন নীলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নূরুল আমিন চৌধুরী আরমান।
বিশেষ অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব এপেক্সিয়ান বশির আহমেদ মনি (সুফী মনি), জেলা গভর্নর (৩) ইলেক্ট এপে.সৈয়দ মিয়া হাসান, অতীত জেলা গভর্নর এপে. কামাল পাশা এবং জেলা সচিব এপে.এড. আদনান জাফরান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগং এর অতীত সভাপতি এপে.মহিউদ্দিন চৌধুরী জিকু, সদ্য অতীত সভাপতি এপে.জাহেদুল ইসলাম তুষার, এপে.জসীম মঞ্জু প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এপেক্স বাংলাদেশ সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে। দেশের ক্রান্তিকালে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে। প্রতিবছর অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার সামান্য সহযোগীতা একজন মানুষের কষ্ট হলেও লাঘব হবে। তাই সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ান।