আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত ১, আহত ৪

Spread the love

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় ইটবোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিরণ দে (৫০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই সড়কে রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কিরণ দে নগরের চান্দগাঁও মোহরা এলাকার অতুল দে’র ছেলে। তিনি পরিবার নিয়ে পটিয়ায় থাকতেন। দুর্ঘটনায় আহত হন তার স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮), মেয়ে রুবি দে (৭) ও অটোরিকশা চালক মো. তারেক (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি থেকে ফেরার পথে ইছাখালী ভূমি অফিস এলাকায় ইটবোঝাই ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে আনার পর কিরণ দে’কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত চালক ও নিহতের স্ত্রী-সন্তানদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর