দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল ৮ জানুয়ারি (বুধবার) সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ শামীম আহম্মদের সভাপতিত্বে এবং মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি, সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ মুক্তার আহমদ, সিনিয়র শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ার, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস আলী, শিক্ষক মিলন কুমার চক্রবর্তী, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী, হোমায়রা বেগম, ফারহান আক্তার, শিক্ষক বিকাশ সরকার, মোঃ সেলিম রেজা,শিক্ষিকা নাহিদা ইসলাম বাবলী।
এতে আরও উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মোঃ আনোয়ার হোসেন , সৈয়দ মুহাম্মদ কায়সার আশরাফসহ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন প্লাটফর্মের সদস্যবৃন্দ।