আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার সৈকতে পর্যটককে গুলি করে হত্যা

Spread the love

অনলাইন ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক পর্যটককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম গোলাম রব্বানী (৫৫)। তিনি খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবং দৌলত পুরের দেয়ানা উত্তর পাড়ার বাসিন্দা মো. গোলাম আকবরের পুত্র। তিনি খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেও জানা গেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

ওসি বলেন, ‘ঘটনার পর পরই পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করেছে দুর্বৃত্তকে ধরতে।’ নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু বলেন, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে মেরেছে দেখতে পাইনি।

তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছে। তিনি আরো বলেন, এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়।

এদিকে, রাতে সৈকতে পর্যটক খুনের চাঞ্চল্যকর ঘটনার পর পরই ভয়ে পর্যটকরা হোটেল ছেড়ে দিয়ে কক্সবাজার শহর ছাড়তে শুরু করেছেন।

অনেক পর্যটক নিরাপত্তার অভাবে রাতেই হোটেলের বুকিং বাতিল করে দিয়েছেন।
প্রসঙ্গত, কক্সবাজার সৈকতের অন্ধকারাচ্ছন্ন ঝাউবিথী সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। প্রতিনিয়ত ছিনতাই, রাহজানি সৈকতে লেগে থাকায় চরম নিরাপত্তাহীনতার কারণে দিন দিন পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে। এ সংক্রান্ত বিষয় নিয়ে গত সপ্তাহে কালের কণ্ঠে সিরিজ রিপোর্ট প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর