অনলাইন ডেস্ক
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইউসিবি পিএলসি সোনাইমুড়ী শাখা।
বুধবার (৮ জানুয়ারি) ইউসিবি পি এল সি সোনাইমুড়ী শাখার উদ্যোগে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কৌশল্যারবাগ এলাকায় গরিব দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র শাখার সফল ম্যানাজার আবুল ফায়েজ। উক্ত কর্মসূচীতে সোনাইমুড়ী শাখার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন , মোহাম্মদ জিয়াউল হক এক্সিকিউটিভ অফিসার , মেসার্স কনিকা ফিড হাউজ এবং মেসার্স কনিকা পোলিট্রি ফার্মের স্বত্তাধীকারী জনাব মোস্তাক আহমদ বেলাল প্রমূখ।