আজ ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এপেক্স ক্লাব অব পটিয়ার প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিবেদক

এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৫ সালের প্রথম বোর্ড মিটিং গত ৪ জানুয়ারি সমাপ্তি হয়েছে। এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা -৩ এর গর্ভণর সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল কনভেনশন কমিটির চেয়ারম্যান ও পটিয়া ক্লাবের আইপিপি এন্ড স্পেনশান ডাইরেক্টর এপে: লিয়াকত আলী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: আরিফ খান, সেক্রেটারি এন্ড ডিএনএ এপে: মোরশেদুল আলম,ট্রেজারার এপে: মোরশেদ রেজা, সার্ভিস ডাইরেক্টর এপে: আবদুল্লাহ ফারুক রবি, পাবলিক স্পিকিং ডাইরেক্টর এপে:কায়সারুল আলম,ফেলোশিপ ডাইরেক্টর এপে: আবদুর রহিম,মেম্বারশিপ এটেনডেস ডাইরেক্টর এপে: আরাফাতুন নুর,সার্জেন এন্ড আমর্স এপে: আবদুল মোমেন প্রমুখ।

সভায় সকলের সম্মতিক্রমে প্রতি মাসে ক্লাবের মাসিক চাঁদা ১০০ টাকার স্থলে ২০০ টাকা হারে নির্ধারন করা হয়েছে এবং কমভাগ্যবান শীর্তাত শিশুদের শীত কাপড় ও বড়দের কম্বল বিতরনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ন্যাশনাল কনভেনশন সফলভাবে সম্পূর্ন করার জন্য ন্যাশনাল কনভেনশন কমিটির চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর