চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে রাউলিবাগ শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ৫ম খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে সাতঘাটিয়া পুকর পাড় এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম খেলায় সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সরোয়ার আজাদ। উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির নেতা ও সমাজসেবক আবদুল আজিজ সোহেল।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. এসকান্দর মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিএনপি নেতা মোঃ সোলাইমান কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম শহিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: মোকতার হোসেন, চন্দনাইশ মেটারনিটি ডায়াগনস্টিক ও হসপিটালের চেয়ারম্যান রনি বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী মোঃ সরওয়ার কামাল, সাতঘাটিয়া পুকুর পাড় সিএনজি সমিতির সভাপতি শেখ আহমদ প্রমুখ।
এসময় শহীদ জিয়া স্মৃতি সংসদ কমিটির গিয়াস উদ্দিন, তাহবিন হাছান, শাকিল, সাখাওয়াত হোসেন, ইকরামুল হক রাব্বী, শিহাব উদ্দিন, বেলাল উদ্দিন, মো: রিয়ান, আবদু রহমান, নাইরুল হক চৌধুরী ইফসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৫ম খেলায় অংশগ্রহণ করেন ২টি দল। ১ম ম্যাচে সিটিজি কিং স্টার বনাম প্রগতি ফাউন্ডেশন ফুটবল একাদশ। এতে
সিটিজি কিং স্টার ১-০ গোলে প্রগতি ফাউন্ডেশন ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হন সিটিজি কিং স্টার।
২য় ম্যাচে তাসরিফ খান ফুটবল একাদশ বনাম মক্কা ফিট ফুটবল একাদশ। এতে তাসরিফ খান ফুটবল একাদশ ১-০ গোলে মক্কা ফিট ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হন তাসরিফ খান ফুটবল একাদশ।
হযরত আহম্মদ উল্লাহ শাহ্ ডেকোরেটার্স প্রোপ্রাইটর আবদুল মজিদ ৫ম খেলায় সার্বিক সহযোগিতা করেন।