আনোয়ারা প্রতিনিধি:
আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় হযরত আবু বকর ছিদ্দীক (রা.) এর বংশধর মাওলানা জালালুদ্দীন রূমী (রহ.) এর আওলাদ আলী রজা কানু শাহ্ (রহ.) এর ৫ম পুরুষ হযরত খাজা দরবেশ মাওলা (রহ.) এর গবেষণামূলক জীবনীগ্রন্থ “মাওয়াকিয়ুন নুজুম (নক্ষত্ররাজির অস্তাচল)” প্রকাশনায় আগামীকাল শনিবার বিকাল ৩টা- রাত ৭:৩০টা পর্যন্ত শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন উক্ত গ্রন্থের সম্পাদক মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী, সম্পাদকীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ড. সেলিম জাহাঙ্গীর, ড. মুফতি নুর হোসাইন, শাহ্জাদা ড. আবদুল আজীম শাহ্, সহযোগী সম্পাদক- ড. ওসমান মেহেদী, ড. নিজাম উদ্দিন জামি, ড. মুহাম্মদ খলিলুর রহমান, ড. নুরন্নবী আজহারী, সুরাইয়া মমতাজ প্রমুখ।উক্ত অনুষ্ঠানে দরবারের সকল আশেক ভক্ত মুরিদানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শাহজাদা সাহিলুর রশিদ।
Leave a Reply