আজ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে মোহাম্মদিয়া কবিরিয়া উম্মে খায়ের সুন্নিয়া মডেল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোজাহের পাড়ায় অবস্থিত মোহাম্মদিয়া কবিরিয়া উম্মে খায়ের সুন্নিয়া মডেল মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) সকালে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ভবনের শুভ উদ্বোধন করেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন।

মাদ্রাসার পরিচালক ও চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকীর সভাপতিত্বে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ রফিক উদ্দিনের সার্বিক সহযোগিতা তত্বাবধানে মোজাহের পাড়া যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম মিড়িয়া ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর মোরশেদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ও হাশিমপুর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, বিশেষ অতিথি ছিলেন বাগদাদ গ্রোসারী মার্ট এর প্রোপ্রাইটর ও আজিজ সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল মজিদ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, হাশিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল মান্নান এ্যানি, এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ছলিমুল্লাহ নূরী, মোহাম্মদীয়া কবিরিয়া উম্মে খায়ের সুন্নিয়া মডেল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওমর ফারুক, তমিজ উদ্দীন খলিফা জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবদুল্লাহ, আহমদ ছফা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ফজল করিম আল কাদেরী, শিক্ষিকা জেসমিন আক্তার, শিক্ষিকা জেসি আক্তার, আব্বান, সোলেমান, আবুল কাশেম, আব্দুর শুক্কুর, ইব্রাহিম, মোহাম্মদ আবিদ কাইসার হামিম, মোহাম্মদ হাফেজ মিনারুল ইসলাম, মোজাহের পাড়া যুব উন্নয়ন সংগঠনের প্রচার সম্পাদক মামুন প্রমুখ। সার্বিক সহযোগিতা বিশিষ্ট দানবীর ও প্রবাসী মোহাম্মদ পারভেজ উদ্দীন সুমন ও ব্যবস্থাপনায় মোহাম্মদীয়া কবিরিয়া উম্মে খায়ের সুন্নিয়া মডেল মাদ্রাসার সাবেক প্রধান মোহাম্মদ মঈন উদ্দিন নয়ন। এসময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর