আজ ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই স্লোগান নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস -২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে গৃহিত কর্মসূচির মধ্যে ছিলো ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের নিয়ে ফুটবল, ব্যাডমিন্টন, চিত্রাংকন ও হস্তশিল্প প্রতিযোগিতা, এতিমখানা নিবাসীদের পোশাক ও দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ। পরে উপজেলা চত্বর থেকে একটি ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথনটি উপজেলার পৌরশহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবস উপলক্ষ্যে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)
ডিপ্লোমসি চাকমা।

সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার শফিউল আজিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোজাম্মদ ফয়সাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশ ছাত্র প্রতিনিধি হাসনাত আবদুল্লাহসহঅনেকে বক্তব্য রাখেন। পরে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি ইউএনও মোঃ রাজিব হোসেন তাঁর বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর