চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী বাজারে এক ব্যবসায়ীর সর্বস্ব লুটে নিয়েছে চার দুর্বৃত্ত। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ৩১ ডিসেম্বর দিবাগত রাতে দোহাজারী বাজারে এই ঘটনায় ঘটে।
থানায় মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদখালী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. গিয়াস (২৭) দীর্ঘদিন যাবত দোহাজারী বাজারে কাঁচামালের ব্যবসা করেন। অন্যদিনের মতো মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজশাহী থেকে ট্রাকে করে আনা কাঁচামাল আনলোড করার সময় দোহাজারী রেল স্টেশনে এলাকার সুরত আলী মাস্টার পাড়ার আবুল নাঈমের ছেলে মোহাম্মদ আবির হোসেন (২২), পূর্ব দোহাজারী মজু পাড়ার সৈয়দ হোসেন বাবুর্চির ছেলে সাদেক (২৮), একই এলাকার মিয়া হোসেন কলোনির আক্কাস মাঝির ছেলে মোহাম্মদ মিরাজ (২২) এবং ডাকবাংলো কলোনি পাড়ার মোহাম্মদ করিমের ছেলে মো. পারভেজ (২৩) গিয়াস ও তার ভাইকে দেশীয় অস্ত্র ছুরি ও চাকু দিয়ে ভয় দেখিয়ে দুটি ফোন ও নগদ ৯০ হাজার ৪৩০ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পরদিন বুধবার বিষয়টি দোহাজারী বাজার কমিটিকে জানানো হলে বাজার কমিটির সহায়তায় ঐদিন বিকেল চারটার দিকে মোঃ আবির হোসেনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত ১জন আসামী গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply