আজ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বজনপ্রীতি করে মাদ্রাসার সুপার নিয়োগ বাতিলের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম চন্দনাইশে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারপদে স্বজনপ্রীতি করে অবৈধভাবে নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে পাঠানদন্ডী পূর্ব পাঠানদন্ডীর এলাকাবাসি ও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের ই্উপি সদস্য কামাল উদ্দিন হেলাল, সাবকে ইউপি সদস্য শাহাব মিয়া, অভিভাবক সদস্য ডাঃ ফজল করিম, নুরুল ইসলাম, সাবেক অভিবাভক সদস্য সোলাইমান, মোহাম্মদ জয়নাল, সিহাব সাকিব প্রমুখ। এসময় উপস্থিত বক্তারা বলেন, নিয়োগ বোর্ডের যোগসাজশে নাম মাত্র পরীক্ষা নিয়ে সুপার হিসাবে নিয়োগ দেওয়া হয়। সভাপতির পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে নামমাত্র এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বনামধন্য এই মাদ্রাসায় বিতর্কিত ব‍্যক্তিকে নিয়োগ দেওয়ায় অভিভাবক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, অবিলম্বে এই সুপারের নিয়োগ বাতিলপূর্বক নুতন সুপার নিয়োগের দাবি জানান তারা। অন‍্যথায় তাদের ছেলে সন্তানদের অত্র মাদ্রাসা থেকে নিয়ে গিয়ে অন‍্যত্র ভর্তি করাবেন বলে জানান তারা।

তাই এই অবৈধ নিয়োগ বাতিল করে নীতিমালার আলোকে অধ্যক্ষ নিয়োগ করে এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার স্বার্থে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ ব‍্যাপারে যোগাযোগ করা হলে মাদ্রাসা ম‍্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ কমরউদ্দিন সবুর বলেন, এ নিয়োগ সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে এবং স্বচ্ছতার সাথে পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছে। এখানে কারও কোন ব‍্যক্তিগত হস্তক্ষেপ নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর