আজ ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লাইসেন্স না থাকায় চন্দনাইশে তিন ইটভাটার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকার দায়ে ৩ ইটভাটা মালিককে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চননগর
পূর্ব এলাহাবাদ এলাকায় মেসার্স পটিয়া ব্রিকস (পিবিএম), মেসার্স জোহাদীয়া ব্রিকস (এইচবিএল) ও মেসার্স ফোর বিএম ব্রিকস নামে ওই ৩ ইটভাটাকে জরিমানা করা হয়।

চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এই অভিযান পরিচালনা করেন।

চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৩ ইটভাটার প্রত্যেককে
১ লাখ টাকা করে সর্বমোট ৩ লাখ জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় সহযোগিতা করেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক
মঈনুদ্দিন, চন্দনাইশ থানার একদল পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর