মো. নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি:
কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় গরিব ও অসহায় মানুষের কষ্টের সীমা থাকে না। প্রতি বছরের ন্যায় এবারও এসব মানুষের মাঝে দুইদিন ব্যাপী শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাজেদা খায়ের ফাউন্ডেশন। গত শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ২য় দিনের মতো উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকা স্থানীয় শীতার্ত মানুষের মাঝে সাজেদা খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
২য় দিনের কর্মসূচি বৃহত্তর চট্টগ্রাম সমিতি- গাজীপুর এর সহ-সভাপতি, আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং সাঙ্গু গ্রুপ অব কোম্পানি ও সাজেদা খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও সুইডেন প্রবাসী পিয়াল রহমান।
সাজেদা খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ তাহের জানান, দেশব্যাপী অসহায়-দরিদ্র মানুষেরা শীতকালে শীতবস্ত্রের অভাবে কষ্টে ভুগেন। সাজেদা খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও চন্দনাইশ উপজেলায় দুইদিন ব্যাপী শীতবস্ত্র বিতরণ করা হলো। আমি অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আশা করছি এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply