মানবিক উষ্ণতার উপহার নিয়ে শীতার্ত মানুষের পাশে চলার পথে ইসলামের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় পতেঙ্গার নাজিরপাড়া আল কুরআন একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়।
চলার পথে ইসলামের পরিচালক মো.মামুন হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পতেঙ্গা কর্ণফুলী স্কুলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ পতেঙ্গা যাইনুল উলুম দাখিল মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ হানিফ মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, চলার পথে ইসলাম এর প্রধান উপদেষ্টা এটিএম ইসমাইল,নাজির পাড়া আল কুরআন একাডেমির সভাপতি মো.মহিউদ্দিন,লানিং বার্ড স্কুলের পরিচালক শহীদুল ইসলাম মুন্না, ডেইলপাড়া যুব কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল করিম, পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাইফ উদ্দিন, সাবেক ছাত্র নেতা মো.ওসমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, মো.তারেক, জাফর উল্লাহ, সিরাজ, শাহীনেওয়াজ,আহসান বাপ্পি,মিজান,রনি,জিসান,তুহিন, সিয়াম,তাসিন,তানভীর, সাকিব, আবদুল্লাহ,ইমন,মিনহাজ, সাইফুল প্রমুখ। চলার পথে ইসলামের মানবিক এ কর্মসূচিতে ১১০ জন অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply