আজ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতার চন্দনাইশ অডিশন সম্পন্ন

Spread the love

আরফাত হোসেন

চট্টগ্রামের চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চন্দনাইশ উপজেলা কর্যকারী সংসদ ও কাঞ্চননগর দায়রা শাখা এবং শাহজালাল (রহ:) ট্রাভেল এন্ড ওভারসিজের সহযোগিতায় আওলাদে রাসূল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মা.জি.আ)’র পৃষ্ঠপোষকতায় নায়েব সাজ্জাদানশীন ও মোস্তাজেমে দরবারে গাউছুল আজম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী(মা.জি.আ)’র সার্বিক তত্ত্বাবধানে গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা- ২০২৪-২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে কাঞ্চননগর দায়রা শাখা প্রঙ্গণে এ হিফ্জুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাঞ্চননগর দায়রা শাখার সভাপতি মো. জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকারী সংসদের দপ্তর সম্পাদক মো. আবদুল করিম, শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো. মাহবুবুল বশর চৌধুরী, উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকারী সংসদের সদস্য যথাক্রমে, শাকিল মাহমুদ, মাওলানা আবুল কাশেম। বিচারকের দায়িত্ব পালন করেন গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর হাফেজ ক্বারী মোবারক আলী হোসাইনী, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো. নজরুল ইসলাম, হাফেজ ওবায়দুল্লাহ, হাফেজ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইফুল বশর চৌধুরী, হাবিবুল বাশর চৌধুরীসহ উপজেলা কার্যকারী সংসদের সদস্যবৃন্দ এবং আগত বিভিন্ন মাদ্রাসার হেফজখানার শিক্ষক ও হাফেজগণ।

এসময় হিফ্জুল কুরআন প্রতিযোগিতায় ১৫২ জন হাফেজ অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারী ২০ জন বিজয়ী হাফেজদেরকে ইয়েস কার্ড, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর