মানবতা বোধ,জাগ্রত হোক,বিবেকের তাড়নায় এই শ্লোগানকে সামনে রেখে বন্দর-পতেঙ্গায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড। ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ইমরান ফাহিম নুরের পক্ষে ২৫ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪ টায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের এজিএম শেখ মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো.জসিম উদ্দিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.মুজিবুল হক।
প্রধান বক্তা ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু জাফর, মো.লোকমান, সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, আব্দুল হাকিম, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, মো.সেলিম, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক মন্জুর কাদের। এসময় আরও উপস্থিত ছিলেন, এডমিন আব্দুর রহমান,কর্মকর্তা কাউছার আলম,সিকিউরিটি ইনচার্জ মোজাম্মেল, মোহাম্মদ কাউছার।