কাটগড় কার মাইক্রো মালিক সমিতির ২৫ ও ২৬ সালের নব নির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর পতেঙ্গা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাটগড় কার মাইক্রো মালিক সমিতির নবনির্বাচিত পরিষদের সহ-সভাপতি মো.মিজানুর রহমান কোম্পানীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব আলী রেফারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানী। প্রধান বক্তা ছিলেন, ৪০ নম্বর ওয়ার্ড জামাত ইসলামের আমির মো.ইউছুফ।
বিশেষ অতিথি ছিলেন, ইস্টার্ন কেবলস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. ইদ্রিস,পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম সাবের, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো.ইলিয়াস।
এসময় বক্তব্য রাখেন কাটগড় কার মাইক্রো মালিক সমিতির উপদেষ্টা ইদ্রিছ কোম্পানী এবং নবনির্বাচিত পরিষদের সভাপতি নুর মোহাম্মদ কোম্পানী, সাধারণ সম্পাদক মো.ইলিয়াছ কোম্পানী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.বশির কোম্পানী, সাংগঠনিক সম্পাদক মো.সোহেল কোম্পানী, অর্থ সম্পাদক মো.শামসুল আলম কোম্পানী,সহ-অর্থ সম্পাদক মো.মহিউদ্দিন বাপ্পী কোম্পানী, প্রচার সম্পাদক মো.ইয়াছিন কোম্পানী, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.শওকত ইসলাম কোম্পানী, দপ্তর সম্পাদক মো.সেলিম কোম্পানী, কার্যকরি সদস্য মোহাম্মদ সেলিম কোম্পানী, মো.ইকবাল কোম্পানী ও রুপন বাবু কোম্পানী।