আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

Spread the love

আরফাত হোসেন

আহলে সুন্নাত ওয়াল জামা’আতের বলিষ্ঠ কন্ঠস্বর মুফতি গিয়াস উদ্দীন তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চন্দনাইশের সর্বস্তরের সুন্নী জনতার উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

২০ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে খাঁনহাট ওয়ান আজিজ সেন্টারের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আনসারী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অধ্যক্ষ মুফতি আহমদ হোসেন আলকাদেরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মুফতি শাহজাদা আশেকুর রহমান হাফেজ নগরী, মাওলানা এনাম রেজা, মুফতি কাজী আমিনুল্লাহ, মাওলানা নাছির উদ্দীন, হাফেজ মাওলানা আবদুল কাদের, মুহাম্মদ আইয়ুব তাহেরী, ছাত্রসেনা নেতা মুহাম্মদ শাহাদত হোসেন চৌধুরী, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ সায়েদ।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া পেট্রল পাম্প চত্বরে গিয়ে শেষ হয়। সভায় বক্তাগণ বলেন, মুফতি গিয়াস উদ্দীন তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সুন্নী সমাজ বৃহত্তর কর্মসূচী ঘোষণা করবে। এতে প্রশাসন সারাদেশে সুন্নী জনতার আন্দোলনের মুখে বিপাকে পড়তে হবে। তাই প্রশাসনের মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সুদৃষ্টি কামনা করে অতিসত্বর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর